প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:৫৩:৩৮ প্রিন্ট সংস্করণ
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) আইএসএসির প্রধান হিসেবে অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামালকে নিযুক্ত করেছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
বুধবার (১ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, অধ্যাপক ড. শাহাদৎ আজাদ কে প্রক্টর, অধ্যাপক ড. বাকি বিল্লাহকে টিএসসিসির পরিচালক হিসেবে এক বছরের জন্য এবং অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল আইএসএসির প্রধান হিসেবে ও অধ্যাপক ড. আনিচুর রহমান আইন প্রশাসক হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
এছাড়াও পুনঃনিয়োগের ক্ষেত্রে সবাইকে নতুন মেয়াদে আরো এক বছর দায়িত্বে বহাল রাখা হয়েছে। এসময় পদে দায়িত্ব পালনের জন্য সবাই বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন।