প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২২ , ৪:২৪:৫৪ প্রিন্ট সংস্করণ
আজিজ উদ্দিন॥
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার উদ্যোগে আয়োজিত অদ্য বিকাল ৩ঘটিকায় কক্সবাজার পাবলিক হল ময়দানে বিশাল জনসভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতী আন্দোলন বাংলাদেশের ছিলেন চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, দেশের অবস্থা চিনতা করলে, বাংলাদেশ কতটুকু অবস্থানে আছে সেটা খেয়াল করলে বুঝবেন আমাদের অবস্থান কোথায়। দেশে ইসলামের কোন মূল্য নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাইলে ৩০০আসনে নির্বাচন করতে পারে।
আমাদের সে ক্ষমতা আছে। ইতি মধ্যে আমরা অনেক নির্বাচনে অংশ নিয়ে আপনাদেরকে দেখিয়েছি। বাংলাদেশ যদি না সুধরায় তাহলে আমরা ৩০০আসনে এমপি দিয়ে নির্বাচন করব। বাংলাদেশে যখন জঙ্গি হামলা হচ্ছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ জঙ্গি দমনের জন্য মাঠে নেমেছিল।
বর্তমান সরকার যদি ইসলামকে মূল্যায়ন না করে, তাহলে আমরা ভবিষ্যৎ কঠোর হবো। আজ বিকালের জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।এই সময় আরো বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ ও পৌর শাখার নেতৃবৃন্দ।
এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার আওতাধীন পৌর ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।