• রাজনীতি

    আগামী ৫ই মার্চ কক্সবাজার শহর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল | বাংলাদেশের বার্তা 

      প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ২:০৪:২০ প্রিন্ট সংস্করণ

    আজিজ উদ্দিন।

    দীর্ঘ একযুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলার শহর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল।

    বুধবার (১৫ফেব্রুয়ারি) বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে শহর যুবলীগের সম্মেলন ও কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অসংখ্য নেতাকর্মীরা জীবনবৃত্তান্ত জমা দেন।

    সাবেক ছাত্রলীগের বিভিন্ন পদে থাকা নেতারা, শহর যুবলীগের বর্তমান আহবায়ক কমিটির নেতারা ও বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা গত ১০ফেব্রুয়ারি থেকে জীবনবৃত্তান্ত জমা দেওয়া শুরু করে। কেন্দ্রের বিশেষ ঘোষণা অনুযায়ী কক্সবাজার জেলা যুবলীগ এর আওতাধীন কক্সবাজার পৌরসভা শাখা ৫ই মার্চ, মহেশখালী উপজেলা শাখা ৬ই মার্চ, কুতুবদিয়া উপজেলা শাখা ৭ই মার্চ, উখিয়া উপজেলা শাখা ৮ই মার্চ ও রামু উপজেলা শাখা ৯ই মার্চ।
    সম্মেলন ও কাউন্সিলে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করার শেষ তারিখ আজ সন্ধ্যা পর্যন্ত ছিলো।

    বহুবছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে অংশ নেওয়ার জন্য জীবনবৃত্তান্ত জমা দিতে পেরে অনেক নেতাকর্মীরা আনন্দিত। সম্মেলন হবে উৎসব মুখর পরিবেশে, তাতে নেতাকর্মীরা আনন্দগণ পরিবেশ নিয়ে মাঠে নেতাকর্মীদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন।

    সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত জমা দিতে এসে বাংলাদেশ বার্তার কক্সবাজার প্রতিনিধিকে নজরুল ইসলাম নামের একজন পদপ্রার্থী জানান, ছাত্র জীবনে ছাত্রলীগের সাথে ছাত্রজীবন পার করে আসছি। ছাত্রলীগের শহর কমিটিতে ছিলাম সম্পাদকীয় পদে। ছাত্রজীবন শেষে যোগদান করি যুবলীগে। ওয়ার্ড যুবলীগে সাধারণ সম্পাদক পদে প্রায় একযুগ ধরে ছিলেন। বর্তমানেও আছেন, সে সাথে শহর যুবলীগের সিনিয়র সদস্য এবং বর্তমান আহবায়ক কমিটির সদস্য। কক্সবাজার প্রাক্তন ছাত্র পরিষদের শহর কমিটিতে সাংগঠনিক সম্পাদকে নিয়োজিত আছেন।

    নজরুল ইসলাম আরো জানান, বঙ্গুবন্ধু নির্দেশে শেখ মনি’র হাতে গড়া সংগঠন প্রাণের আওয়ামী যুবলীগে শ্রম মেধা সময় দিয়ে নিজেকে সবসময় ব্যস্ত রেখেছি। নিজের যৌবনটা যুবলীগের জন্য ব্যয় করেছি। এখন সময় এসেছে কর্মীদের জন্য কিছু করার। অবহেলিত কর্মীদের পাশে দাঁড়াতে চাই। ন্যায়ের বানী বলতে চাই। যুবকদের জন্য কিছু করতে চাই। তারজন্য প্রাণের সংগঠনের শহর যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে জীবনবৃত্তান্ত জমা দিলাম।

    নজরুল ইসলাম একজন নিবেদিত যোদ্ধা। পরীক্ষিত কর্মী যুবলীগের। নিজের কর্মজীবন শেষ করে ছুটে চলেন নেতাকর্মীদের পেছনে। সময়দেন অবহেলিত নেতার জন্য। ব্যয় করেন অর্থ। পাশাপাশি এলাকার গরীব দুঃখী মেয়ের বিবাহতে সহযোগীতা করেনন। সমাজের উন্নয়নে সহযোগীতা করেন। টাকার অভাবে ভর্তি হতে না পারা ছাত্রের ভর্তির টাকা দিয়ে সহযোগীতা করেন। এলাকার ধর্মীয় সকল অনুষ্ঠানে সহযোগীতা করা নজরুল ইসলামের কাজ প্রায় একযুগ ধরে।

    জীবনবৃত্তান্ত জমা নেওয়া কমিটির সদস্য কুতুব উদ্দিন জানান, আগামী ৫ই মার্চ কক্সবাজার শহর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে কক্সবাজার জেলায় আওয়ামী যুবলীগের সম্মেলন আরম্ভ হবে।
    এরপর ধাপে ধাপে প্রত্যেক উপজেলা ও জেলায় সম্মেলন অনুষ্ঠিত হবে।

    চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাঈম ও সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগের নেতৃত্ব জেলা ও উপজেলা গুলোতে উৎসব মুখরভাবে সম্মেলন করবে জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল।

    http://এইচ/কে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ