প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:৩৬:০০ প্রিন্ট সংস্করণ
রাশেদুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ
২০০৯ সালের এই দিনে গোলাগুলির শব্দ আর তার কিছুসময় পরে থেকে একের পর এক লাশে স্তব্ধ হয়ে গিয়েছিল সারা দেশ। জাতি হারিয়েছিল কৃতী ও চৌকস ৫৭ সেনা সদস্যসহ মোট ৭৪ জন।
২০০৯ সালের এই দিন ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের নাটক মঞ্চস্থ করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিনত করার চক্রান্ত শুরু হয়েছিল। পিলখানা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে বাংলাদেশের দীর্ঘ প্রায় ২০০ বছরের ঐতিহাসিক বিডিআরের চেতনাকে ধ্বংস করেছে।
আমরা হারিয়েছি আমাদের বীর যোদ্ধাদের। লোক দেখানো একটা বিচার হয়েছে। তবে ধরা ছোয়ার বাইরে রয়েছে এই জঘন্য ষড়যন্ত্রের মূল কুশিলবেরা। আমরা প্রকৃত অপরাধীদের যথাযথ বিচারের মধ্য দিয়ে ভয়ানক শাস্তি দেবার জোর দাবী জানাই।