• সারাদেশ

    আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সাহস হাতে কলমে প্রশিক্ষণ থেকে আসে – অধ্যক্ষ লিটন

      প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ৩:২৬:৪৭ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক।

    কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ব্যবস্থাপনায় ভলান্টিয়ার কোর্সের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন— ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ডিএডি মো. জাকির হোসেন, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।

    অনুষ্ঠানের অধ্যক্ষ মহি উদ্দিন লিটন প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন—আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সাহস হাতে কলমের প্রশিক্ষণ থেকে আসে। সৃষ্টিকর্তার প্রতি দায়িত্ব পালন ও অন্যকে সেবা করার মাধ্যমে মনকে সতেজ রাখা যায়। শিক্ষার্থীদের লেখা পাড়ার পাশাপাশি সেবার পরিধি বৃদ্ধি করার সুযোগ করে দিয়েজেন এই কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভলান্টিয়ার প্রশিক্ষণ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ডিএডি মো. জাকির হোসেন তাঁর বক্তব্যে বলেন— ২৪ ঘন্টা প্রাকৃতিক ও মানবসৃষ্ট সকল দূর্যোগে বিপদগ্রস্থ মানুষের পাশে থাকার প্রতিষ্ঠান বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

    কোর্সের প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার পরিদর্শক মো. মিরন মিয়া, মো. আতিকুল আলম চৌধুরী, রবিউল। প্রশিক্ষণে কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ, কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপ, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপ, ইয়েস গ্রুপ কুমিল্লাসহ ৫০ জন প্রশিক্ষণার্থী কোর্সে অংশগ্রহণ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ