• সাহিত্য সংস্কৃতি

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান | 

      প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:০৭:০৬ প্রিন্ট সংস্করণ

    আব্দুর রহমান সাঈফ,কুমিল্লা জেলা প্রতিনিধি

    কুমিল্লায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার বিকেলে জেলা পরিষদে অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মুহাম্মদ শামীম আলম
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার) জেলা পরিষদের চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে আলোচনা করেন লেখক ও গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক ও কুমিল্লা মেডিকেল কলেজের  সাবেক অধ্যক্ষ  ড, মোসলেহ উদ্দিন আহমেদ, যাত্রীক নাট্য গোষ্ঠী অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, সভাপতি হার্ট কেয়ার ফাউন্ডেশন ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে সাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ