প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৩ , ২:২০:০৫ প্রিন্ট সংস্করণ
আবির হাসান, খুবি প্রতিনিধিঃ
আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্লবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় শিক্ষা ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজিত হয় এ অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে দিবসটির গুরুত্ব তুলে ধরেন।
পরে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শুরু হয়ে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।