• ক্যাম্পাস

    ইবিতে ছাত্রলীগের র‍্যাগিং বিরোধী মিছিল | বাংলাদেশের বার্তা 

      প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:৩৯:৪২ প্রিন্ট সংস্করণ

    ইবি প্রতিনিধি:

    ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের র‍্যাগিং বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসের সাধারণত শিক্ষার্থীদের মনে র‍্যাগিং নিয়ে বিরাজ করা ভীতি ও আতংককে দূর করতে এবং তাদের মাঝে এবিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যাগিং-রেসিজম ও যৌন হয়রানি রোধে এর বিপক্ষে অবস্থান নিয়ে পদযাত্রা করেছে সংগঠনটির নেতৃবৃন্দরা।

    বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে ইবি শাখা ছাত্রলীগের টেন্ড থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ঘুরে বটতলা চত্বরে এসে শেষ হয়।

    ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহসভাপতি তন্ময় সাহা টনি, বনি আমিন, রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার সহ বিভিন্ন হল অনুষদের কয়েক শতাধিক নেতাকর্মী।

    মিছিল শেষে ছাত্রলীগের পক্ষ থেকের‍্যাগিং বিরোধী ক্যাম্পেইন করা হয়।এতে শিক্ষার্থীদের র‍্যাগিং এর বিরুদ্ধে সচেতন করেন শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা।

    এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, সকল সমালোচনার উর্ধ্বে ছাড়িয়ে নবীনদের সাথে ছাত্রলীগ সুসম্পর্ক গড়ে তুলবে। বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা পরিবেশ ভালো রাখতে সর্বদা সচেষ্ট থাকবে। আমি একজন কর্মী হিসেবে আহ্বান জানাই, নবীন শিক্ষার্থীদের আগামীতে ছাত্রলীগ সদরেগ্রহণে করবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ