প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৩ , ৫:২১:০৭ প্রিন্ট সংস্করণ
রিয়াজ উদ্দীন রিয়াদ, কক্সবাজার, ঈদগাঁও প্রতিনিধি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ১৯ই আগস্ট সকাল ১০টায়, ঈদগাঁও বাস স্টেশনে ইসলামী ব্যাংকের সামনে ঈদগাঁও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন পরিষদ ২০২৩ আহবায়ক সোহেল জাহান চৌধুরীর সভাপতিত্বে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন পরিষদের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা আহামদ করিম সিকদারের সঞ্চালনায় এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুস্টিত হয়,
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কউক চেয়ারম্যান ফোরকান আহমেদ, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য পদপার্থী নজিবুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব,
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাকেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, ঈদগাও উপজেলা আওয়ামীলীগ নেতা নাওশাদ মাহমুদ, কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি এস এম নুরুল হাকিম নুকি, আওয়ামীলীগ নেতা এস এম নুরুল হুদা, সাবেক ছাত্রনেতা জুলকার নাইম জিল্লু, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফরিদুল আলম, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হেনা বিশাদ, ও সাবেক সাধারণ সম্পাদক ইরফানুল করিম, ঈদগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাহুল পাল নিনিত, ছাত্রনেতা সাদ্দাম হোসেন, ছাত্রনেতা কাজি আব্দুল্লাহ সহ অনেকেই,,
সভায় বক্তব্যে আহমদ করিম সিকদার জানান ১৯৭৫ সালের ১৫ ই আগষ্টের হত্যার সাথে জড়িত ঘাতক মোস্তাকের সকল উক্তর সূরী দের বাংলার জমিনে এনে বিচার করতে হবে। না হয় এদের ছত্রছায়ায় বাংলার জমিনে নতুন নতুন মোস্তাকদের বিচরণ দেখা দিবে,,
এসময় উপস্থিত ছিলেন ঈদগাঁও আওয়ামিলীগ, যুবলীগ ছাত্রলীগ, সহ বিভিন্ন সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারীদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় খতমে কোরআন দোয়া করা হয়।