প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২২ , ৬:৩৮:৪১ প্রিন্ট সংস্করণ
আজিজ উদ্দিন।।
কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় ”পুলিশই জনতা-জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সন্ধ্যায় উখিয়া থানা পুলিশের অয়োজনে উখিয়া থানা প্রাঙ্গণে মাদক, সন্ত্রাস, মানব পাচার, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার ক্রাইম, কিশোর গ্যাং সহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে এক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
মোঃ শাকিল আহমেদ, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেলের সঞ্চালনায় উক্ত সভায় সভাপতির বক্তব্য রাখেন জনাব মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার), পুলিশ সুপার, কক্সবাজার।
পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশের কাজ হচ্ছে জনগণের সেবা করা। আমরা আপনাদের পাশে থাকতে এসেছি। আপনাদের জান মালের নিরাপত্তার দায়িত্বে পুলিশ সব সময় নিয়োজিত।
তাই বলে, আপনারা মাদক, সন্ত্রাস, মানব পাচার, বাল্য বিবাহ, কিশোর গ্যাং তৈরি, সাইবার ক্রাইম করবেন আমরা বসে থাকব তা হবে না।
আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের ঘোষণা দিতে চাই, যারা এইসব কাজে জড়িত থাকবে তাদের কেউ ছাড় পাবে না।
সুতরাং সময় থাকতে ভালো হয়ে যান।
পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ মামুনুর রশীদ, জেলা প্রশাসক, কক্সবাজার। প্রধান অতিথি বলেন, উখিয়ার মানুষ অনেক ভাগ্যবান, তাই আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান হতে পেরেছে। আমি ধন্যবাদ জানাই এত সুন্দর অনুষ্ঠান আয়োজকদের।
আপনারা ইতি মধ্যে জেনেছেন, আজকের এই পুলিশিং সভা কি জন্য, কার জন্য এবং কেন করা হচ্ছে। আপনারা যদি এইসবে জড়িত থাকেন, তাহলে বিনিয়ের সহিত বলব এইসব ছেড়ে দিয়ে ভালো পথে পা বাঁড়ান,প্রশাসনের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে।
আর যারা এইসবের পক্ষে থাকবেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না,তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া কমিউনিটি পুলিশের সভাপতি ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা চৌধুরি, কক্সবাজার জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রোমানা আকতার।
উপস্থিত রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ, এবং উখিয়া উপজেলার কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন সদস্যবৃন্দসহ উখিয়া উপজেলার বিভিন্ন স্তরের জনতা।
এইচ/কে