প্রতিনিধি ৫ অক্টোবর ২০২২ , ৪:০০:৪৫ প্রিন্ট সংস্করণ
আজিজ উদ্দিন।।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে তাসফিয়া নামে (০৮) এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। নিহত তাসফিয়া ওই এলাকার মো. ইয়াছিনের মেয়ে।
মঙ্গলবার (০৪ অক্টোবর) ভোরে ১৮নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এইচ ৫২ নম্বরে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার অফিসার্স ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, উখিয়ার বালুখালী ১৮নং রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে এবং দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদরাসায় এলোপাতাড়ি গুলি চালায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী।
এতে ভয়ে রোহিঙ্গারা ছুটে পালানোর চেষ্টা করে। এ সময় ইয়াছিন পরিবারের সদস্যদের নিয়ে পালানোর চেষ্টা করলে তার শিশুকন্যা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, ইতিমধ্য অভিযান পরিচালনা করে এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইতোমধ্যে পুলিশের প্রতিটি চেকপোস্ট, মোবাইল ও পিকেট পার্টিগুলোতে অতিরিক্ত অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এছাড়া, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে সড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।