• সারাদেশ

    উখিয়া পালংখালীতে ১০ হাজার/ পিস ইয়াবাসহ নারী আটক

      প্রতিনিধি ১২ অক্টোবর ২০২২ , ৬:১৩:৩০ প্রিন্ট সংস্করণ

    আজিজ উদ্দিন।।

    কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী বাজার এলাকা হতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

    গত মঙ্গলবাল (১১অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী বাজার সংলগ্ন এলাকায় এক অভিযান পরিচালনা করে। অভিযানে একজন মাদক ব্যবসায়ী মহিলাকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিকে বিধি মোতাবেক দেহ তল্লাশী করে তার হাতে থাকা ব্যাগের ভেতর হতে সর্বমোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহিলার নাম হাসিনা বেগম (২৯), স্বামী- জুহেল আলম, পিতা- সালামত উল্লাহ, মাতা- রাবেয়া বেগম, আঞ্জুমান পাড়া, ইউপি-পালংখালী, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার জানা যায়।

    র‌্যাব-১৫ এর অধিনায়ক কর্ণেল খায়রুল জানান, ধৃত মহিলাটিকে জিজ্ঞাসাবাদে আমাদের আরো জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়। তার সাথে আরো বেশ কয়েকজন আছে বলে জানান। তাদেরও গ্রেফতার করার জন্য র‌্যাব-১৫ কাজ করছে।

    উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে র‌্যাব-১৫ এর পক্ষ থেকে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ