• সারাদেশ

    উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার ৪রোহিঙ্গা গ্রেফতার৷ | অভিযান

      প্রতিনিধি ২২ অক্টোবর ২০২২ , ৭:০০:১৫ প্রিন্ট সংস্করণ

    আজিজ উদ্দিন।।

    কক্সবাজারের উখিয়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ হোসেন হত্যা মামলায় এজাহারভূক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন সদস্যরা।

    শুক্রবার (২১ অক্টোবর ২০২২) ভোর ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত ক্যাম্প ১৩ ও ১৯ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ৮ এপিবিএন এর সহকারি পুলিশ সুপার (অপস. এন্ড মিডিয়া) ফারুক আহমেদ।

    আটককৃতরা হলেন, ক্যাম্প ১৩ এর মকবুল আহমদের ছেলে জাহিদ হোসেন (৩৫), ক্যাম্প ১৫ এর মৃত ইলিয়াসের ছেলে মোহাম্মদ ইয়াছিন (৩০), ক্যাম্প ১৯ এর মৃত আবু বক্করের ছেলে নুর আলম (৩২), ক্যাম্প ১৩ এর মোহাম্মদ ইসহাকের ছেলে মোহাম্মদ গণি (২৫)।

    ৮ এপিবিএন এর সহকারি পুলিশ সুপার (অপস. এন্ড মিডিয়া) আহমেদ জানান, গত ১৮ অক্টোবর ক্যাম্প-১৯ এর একটি দোকানের সামনে মৃত জমিল হোসেনের ছেলে সৈয়দ হোসেন (২৩) কে দুস্কৃতিকারীরা ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভূক্ত ৪ আসামিকে আটক করা হয়েছে। এদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

    এদিকে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতার ৪ জনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ