প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ৩:৪৯:১৬ প্রিন্ট সংস্করণ
কুমিল্লা জেলা প্রতিনিধিঃ-
কুমিল্লা জেলার মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইফুল্লাহ মিয়া রতন শিকদারের বিরুদ্ধে জেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।
এ ছাড়াও একজন প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে ইভিএম ভোটগ্রহণ পদ্ধতিকে বিতর্কিত করতে অপচেষ্টা চালাচ্ছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইফুল্লাহ মিয়া রতন শিকদারে।
গতকাল শনিবার (১৫ অক্টোবর) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে নির্বাচনি কার্যালয়ে ১নং ওয়ার্ডের জেলা পরিষদের সদস্য প্রার্থী মোঃ কাইয়ূম হোসাইন এমন অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা পরিষদের সদস্য প্রার্থী মোঃ কাইয়ূম হোসাইন জানান, ১নং ওয়ার্ড থেকে সদস্য পদে আমরা চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছি। কিন্তু এর মধ্যে একজন প্রার্থী মোঃ এমরান হোসেন আকাশ’কে সমর্থন দিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহ মিয়া রতন সিকদার।
এ ছাড়াও ইভিএম পদ্ধতিকেও বিতর্কিত করার চেষ্টা করছেন তিনি। দায়িত্বশীল একজন ব্যক্তি হয়ে এ ধরনের বক্তব্য দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন, যা কোনোভাবেই কাম্য নয়।
নির্বাচনকে বানচাল করতে ওই চেয়ারম্যান নীলনকশা করেছেন বলে অভিযোগ এ জেলা পরিষদের সদস্য প্রার্থী মোঃ কাইয়ুম হোসেনের।
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন একজন প্রার্থীর পক্ষে সমর্থন থাকার বিষয়টি স্বীকার করে উপজেলা পরিষদের চেয়ারম্যান ওই প্রার্থীকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেন, রতন শিকদারের বিষয়ে মিথ্যা অভিযোগ করলে কি হবে, তা নির্বাচনের দিনে অনুধাবন করবে।