• ধর্মীয়

    কক্সবাজারের লাবণী পয়েন্টে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত

      প্রতিনিধি ৫ অক্টোবর ২০২২ , ৪:০৫:৩৫ প্রিন্ট সংস্করণ

    আজিজ উদ্দিন।।

    আজ (৫অক্টোবর) বিকাল ০৪ঘটিকায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবণী পয়েন্টে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়।
    বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

    এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ’র সভাপতি বাবু উজ্জ্বল কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ আসনের মাননীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, র‍্যাব-১৫ এর সিইও লে. কর্নেল খাইরুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান।

    বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’র কক্সবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা এডভোকেট রণজিত দাশ।

    কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো: নজিবুল ইসলাম, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বেন্টু দাশসহ ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ