প্রতিনিধি ৯ মে ২০২৩ , ৩:৫৯:১৪ প্রিন্ট সংস্করণ
আজিজ উদ্দিন।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সফল বিদেশ সফর ও কূটনৈতিক সাফল্যে বিজয় মিছিল করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন গুলো।
মঙ্গলবার (০৯ মে) বিকেল সাড়ে ৫টার সময় কক্সবাজার বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে কালুরদোকান পেট্রোল পাম্পে গিয়ে শেষ হয়।
বিজয় মিছিলে ঘোড়ার গাড়ি থেকে শুরু করে ঢাক ঢোল বাজিয়ে নৌকার মনোনীত প্রার্থী মাহবুবুর রহমানের জন্য ভোট চাওয়া হয়।
এর আগে বাহারছড়া মুক্তিযোদ্ধা চত্বর মাঠে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড.ফরিদুল ইসলাম চৌধুরী। এসময় তিনি পৌর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আহবান জানান।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী নজিবুল ইসলাম বলেন, গণতন্ত্রের মানস কণ্যা শেখ হাসিনা সফল ভাবে সুনামের সাথে তিনটি দেশ ঘুরে এসেছে। তিনি দেশের জন্য অনেক সুনাম নিয়ে দেশে ফিরে এসেছে। তিনি সফল ভাবে দেশে ফিরে আসায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের তত্ত্বাবধানে আমরা আজকের এই বিজয় মিছিলে সমাবেত হয়েছি।
তিনি আরো বলেন, আপনারা যারা শেখ হাসিনার জন্য বিজয় মিছিলে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে বলব আগামী ১২ জুন নৌকার মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান মাবুকে নৌকা মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্তকরবেন।
এসময় পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী মাবু বলেন, মেয়র মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ শেষ করতে নৌকায় ভোট দিন।
আওয়ামী লীগের বিশাল বিজয় মিছিল টি রুপ নেয় নৌকার মিছিলে। যেখানে অংশ নেয় হাজার হাজার নেতাকর্মী।