• সারাদেশ

    কক্সবাজারে পর্দা উঠলো/ শেখ হাসিনা বই মেলার

      প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২২ , ৭:২৯:৪৬ প্রিন্ট সংস্করণ

    আজিজ উদ্দিন॥

    রাষ্ট্রনায়ক হিসেবে নয়, সাহিত্যিক হিসেবেও শেখ হাসিনার রয়েছে গুরুত্বপূর্ণ পরিচয়। শত ব্যস্ততা, প্রতিকূলতার মধ্যেও সময় পেলেই তিনি বই পড়েন, লেখালেখি করেন।

    শেখ হাসিনার অন্যান্য গ্রন্থ পাঠ করলেও বোঝা যায়, নান্দনিক সাহিত্যের পাশাপাশি তাঁর রচনা হয়ে উঠেছে বাংলাদেশ ইতিহাস, রাজনীতি, দর্শন, অর্থনীতি, সমাজনীতিসহ নানা অঙ্গনের গুরুত্বপূর্ণ দলিল।

    বঙ্গবন্ধু স্টাডি সার্কেলের আয়োজনে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ০৫.০০ টায় উদ্ধোধন হলো শেখ হাসিনা বইমেলা,বঙ্গবন্ধু স্টাডি সার্কেলের মূখ্য সমন্বয়ক কবি মানিক বৈরাগী’র সভাপতিত্বে।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার – ০২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
    মেলার উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষন কান্তি দাশ।

    এসময় আরো বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন, কবি অমিত চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি সত্যাপ্রিয় চৌধুরী, কবি গবেষক আলম তৌহিদ।

    শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ।

    আগামী ২৩,২৪,২৫ সেপ্টেম্বর প্রতিদিন বেলা ১১.০০ টা থেকে রাত ০৮.০০ টা পর্যন্ত মেলা চলবে।
    প্রতিদিন মেলায় শেখ হাসিনার শ্রীহস্তে লেখা বই সহ মুক্তিযুদ্ধ এবং মুক্তবুদ্ধি চর্চার বইয়ের প্রর্দশনী ও বিক্রয়,কবিতা পাঠ, সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হবে।

    মেলার উদ্যোক্তা বঙ্গবন্ধু স্টাডি সার্কেলের মূখ্য সমন্বয়ক কবি মানিক বৈরাগী বলেন,
    শিল্প-সাহিত্য, ইতিহাস, দর্শন, অর্থনীতি, সমাজনীতিসহ নানা প্রসঙ্গে তাঁর পঠনপাঠন যে কাউকে বিস্মিত করবে।

    আমরা যদি তাঁর স্মৃতিকথা, প্রবন্ধ-নিবন্ধ পড়ি, টের পাবো তার সমুদ্রসম পঠনপাঠনের কথা। ঠিক এ জায়গায় দেশের অন্যান্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে তাঁর বৈপরিত্য। কেননা শেখ হাসিনা সাহিত্যমনা, মগ্নপাঠক ও পড়ুয়া।

    এবার সেরা বই সংগ্রাহক হিসেবে প্রথম হয়েছেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, ২য় হয়েছেন কক্সবাজার -০১ আসনের সংসদ সদস্য জাফর আলম,৩য় হয়েছেন শিক্ষক খুরশিদুল জান্নাত।

    উক্ত আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে কক্সবাজার জেলা প্রশাসন, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখা,সত্যেন সেন শিল্পী গোষ্ঠী।

    এইচ/কে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ