প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২২ , ১:৪২:২১ প্রিন্ট সংস্করণ
আজিজ উদ্দিন॥
বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৮ সেপ্টম্বর বুধবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কক্সবাজার পাবলিক লাইব্রেরি ইনস্টিটিউটে বিকাল ৩.৩০মিনিটে আলোসভা অনুষ্ঠিত হয়েছে,
৭৬তম জন্মদিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফরিদুল ইসলাম চৌধুরী অ্যাডভোকেট, প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যপিকা এথিন রাখাইন, সহ-সভাপতি সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রন্জিত দাশ।
সাংগঠনিক নাজনীন সরওয়ার কাবেরি, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজিবুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, শ্রমিক লীগের জেলা আহবায়ক শাহেদুল ইসলাম রানা, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন প্রমুখ।
আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, কক্সবাজার পৌর আওয়ামী সিনিয়র নেতৃবৃন্দ ও পৌর আওয়ামী লীগের আওতাধীন ১৩টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ, জেলা যুবলীগের নেতৃবৃন্দ, জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সারাদিনব্যাপী অনুষ্ঠানে ছিল সকাল ৯টায় ছিলো মিলাদ ও দোয়া মাহফিল, দুপুরে ছিলো দুস্থদের মাঝে খাবার বিতরন, ও বিকালে ছিলো আলোচনা সভা এবং কেক কর্তন।