• সারাদেশ

    কক্সবাজারে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা

      প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২২ , ৪:৩৫:০৯ প্রিন্ট সংস্করণ

    আজিজ উদ্দিন।।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে শেখ রাসেল ফুটবল ও মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    আজ রবিবার (১৬ অক্টোবর) দুপুর ৩ টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম কক্সবাজারে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি মোরশেদ হোসাইন তানিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ-সময় বাইতুশ শরফ শাহ জব্বারিয়া একাডেমি ও শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্র এর মধ্যে ম্যাচ এবং কক্সবাজার মার্শাল আট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
    তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের বার্তা পৌছে দিতে সবার কাছে।

    আজ যদি শহীদ শেখ রাসেল বেঁচে থাকত, তাহলে তিনিও দেশের একজন বড় অভিভাবক হতে পারতেন। কিন্তু এই দেশের কিছু কুচক্রি মহল ১৫আগস্টের কালো রাত্রিতে বঙ্গবন্ধু পরিবারের সকলকে নির্মমভাবে হত্যা করে। জাতি এখন হারে হারে টের পাচ্ছে। শেখ রাসেল শিশু অবস্থায় শহীদ হন। তাই আজ ওনার জন্মদিন উপলক্ষ্যে বিশেষ এই আয়োজন।

    ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দীন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মজিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ক্রীড়া সংস্থার সদস্য রতন দাশ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য হারুন রশীদ, খেলা পরিচালনায় ছিলেন।

    শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ শহর শাখার আহবায়ক স্বপন দাশ, যুগ্ম আহবায়ক এ আর মোবারক হোছেন, সদর উপজেলার সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ বাবুল, সহ সভাপতি কামরুল হুদা সোহেল, তাহসিন হাসান, নেজাম উদ্দিন, বাধঁন সরকার, সাজ্জাদ হোসেন, মিনহাজুল ইসলাম সোহাগ, রায়তুল হাবিব তানিন,সাইফুল ইসলাম,আব্দুল আল ফরহাদ প্রমূখ।

    আগামী ১৮ই অক্টোবর জন্মদিন উপলক্ষ্যে জেলায় নানান কর্মসূচি ঘোষণা দেন। ১৮ই অক্টোবর সকাল ৮ টায় শ্রদ্ধা নিবেদন, সকাল ৯টায় র‍্যালী, ৯’৩০মিনিটে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে ভার্চুয়ালি কনফারেন্স অংশ গ্রহণ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ