প্রতিনিধি ৭ আগস্ট ২০২৩ , ৪:৩৬:১৩ প্রিন্ট সংস্করণ
আজিজ উদ্দিন।।
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে দুইজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
সোমবার (৭আগস্ট) সন্ধ্যা ৬টার উখিয়ার বালুখালী ক্যাম্প-৯ এই ঘটনা ঘটে।নিহতরা হলেন আনোয়ার এর স্ত্রী জান্নাত আরা(৩০) ও তাদের সন্তান মাহিয়া(১২)।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন ,পাহাড় ধসের খবর পেয়ে ক্যাম্পে নিয়োজিত পুলিশ নিহতদের উদ্ধার কার্যক্রম করছে। তাদের পরিচয় এখনো মেলেনি। তারা সম্পর্কে মা -মেয়ে।মূলত টানা বর্ষণের কারণে এ পাহাড় ধসের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।