• সারাদেশ

    কক্সবাজার জেলা প্রশাসক আয়োজিত/ সমুদ্র সৈকত বিচ কার্নিভালের শুভ উদ্বোধন

      প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২২ , ৮:১৪:১৮ প্রিন্ট সংস্করণ

    আজিজ উদ্দিন।।

    বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে শুরু হয়েছে পর্যটন মেলা ও বিচ কার্নিভাল। এবারই প্রথম মেলা ও কার্নিভাল একসঙ্গে আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

    মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিচ কার্নিভাল ও মেলার উদ্ধোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এর আগে লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

    এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কক্সবাজার-রামু আসনের সাংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, উন্নয়ন কৃতপক্ষের চেয়ারম্যান কমডোর নুরুল আবছার(অব), কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা।

    ট্যুরিষ্ট পুলিশের রিজিয়ন পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান, চেম্বার অফ কক্সবাজার ইন্ড্রাষ্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম প্রমুখ।

    কক্সাবাজার জেলা প্রশাসন এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি যৌথভাবে এ মেলার আয়োজক। মেলায় অংশ নিয়ে চেম্বার অফ কমার্স, হোটেল মোটেল জোনের প্রত্যেক হোটেল মোটেল, সকল রেস্তোরেন্ট, ট্যূয়াক, ক্যাব, ঝিনুক সমিতি, শুটকি সমিতি, নারী উদ্যোক্তাসমূহ অংশনেন।

    এছাড়াও মেলায় থাকছে আগামী জীবনের প্রজন্ম বিষয়ক রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৌতুকসহ কক্সবাজারের নানান ঐতিহ্য নিয়ে নাটক।

    প্রতিদিন সন্ধ্যায় সৈকতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয় ও দেশের খ্যাতনামা শিল্পীরা। সৈকতের লাবনী পয়েন্টে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত এই আয়োজন চলবে।

    এইচ/কে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ