প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:১৯:০৪ প্রিন্ট সংস্করণ
আজিজ উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম স্ব-পরিবারে ওমরা হজ্ব পালনের গমণ করেন।
বুধবার (১ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টা ১৫মিনিটে সময় চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানে সৌদি আরবের উদ্দ্যেশ্যে রওনা করেন।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল কর বাংলাদেশ বার্তার কক্সবাজার প্রতিনিধিকে বলেন, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের অনুপস্থিতিতে সৌদি আরব থেকে বাংলাদেশে না আসা পর্যন্ত সংগঠনের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি না আসা পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী এনামুল হকের সম্মতিক্রমে সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়।
তিনি আরো বলেন, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, তিনি যেন ওমরা হজ্ব পালন শেষে স্ব-পরিবারে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারে।দেশ ও জাতির জন্য তিনিও দোয়া করবেন।