• সারাদেশ

    কক্সবাজার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে টাউনশীপ এলাকায় আগুন 

      প্রতিনিধি ৮ জুলাই ২০২৩ , ৩:০৭:৩৬ প্রিন্ট সংস্করণ

    আজিজ উদ্দিন।।

    কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের টাউনশীপ এলাকায় কাঠের স্তুপে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস টিম।

    ৮ জুলাই (শনিবার) দুপুর সাড়ে ১২ টার দিকে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের টাউনশীপ এলাকায় গার্ডিয়ান কোম্পানির রাখা কাঠের স্তুপে আগুন লাগে। পরে খবর পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পুলক কান্তি সরকার। জানাগেছে, কিছু অব্যবহার যোগ্য কাঠের স্তুপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও বিশাল এলাকা জুড়ে হওয়ায় কিছু কিছু অংশে আগুন পুনরায় জ্বলে ওঠার সম্ভাবনা আছে । এতে বড় ধরণের ক্ষয়ক্ষতির কোনো আশংকা নেই। তবে, আর যদি আগুণ নিয়ন্ত্রণে আনা না গেলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা ছিল সরকারের এ অগ্রাধিকার প্রকল্পে ।

    মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি অফিসার আলফাজ উদ্দিন জানান, কিছু অব্যবহারযোগ্য কাঠে আগুন ধরেছে । আগুন নিয়ন্ত্রণে আনতে প্রকল্পের সিকিউরিটি ও ফায়ার সার্ভিসের লোকজন কাজ করেছে । দীর্ঘ ৩ ঘন্টার বেশি চেষ্টা চালিয়ে আগুনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ