প্রতিনিধি ১৩ জুলাই ২০২৩ , ২:৫২:১৮ প্রিন্ট সংস্করণ
আজিজ উদ্দিন।।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পদক্ষেপ গ্রহণকারী বিশ্বনেতাদের অন্যতম মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কক্সবাজার সদর, ঈদগাঁহ, রামু এবং কক্সবাজার পৌর এলাকায় কক্সবাজার ০৩ সংসদীয় আসন এলাকায় বিভিন্ন প্রজাতির ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবে এই বর্ষা মৌসুমে ।
বৃহস্পতিবার (১৩জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বার্তার কক্সবাজার প্রতিনিধিকে জানান,
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযুদ্ধের ঐক্যের কক্সবাজার জেলার আহবায়ক ও মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. নজিবুল ইসলাম বলেছেন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা অস্বাভাবিক বৃদ্ধি মোকাবেলায়, প্রাণ-প্রকৃতি, জীববৈচিত্র্যে রক্ষায় সবুজায়ন,জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ফলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে।
তিনি আরো জানান, জনসাধারণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ধর্মীয় প্রতিষ্টান এবং ছাত্র, যুব ও সামাজিক সংগঠনের মাঝে চারা বিতরণ।
” ফুল-ফল-বৃক্ষে সমৃদ্ধ ও সবুজ কক্সবাজার
মোঃ নজিবুল ইসলামের রাজনৈতিক অঙ্গীকার “ এই স্লোগানকে ধারণ করে, আগামী ৫বছর বৃক্ষরোপণ করার প্রতিশ্রুতি দেন নজিবুল ইসলাম।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত হলে কক্সবাজার-০৩ আসনে প্রতি বছর ০১ লক্ষ গাছ লাগানো হবে জানান ।