• Uncategorized

    কন্টাক ট্রেসিং স্বেচ্ছাসেবকদের/ সার্টিফিকেট প্রদান করেন জেলা প্রশাসক

      প্রতিনিধি ১০ অক্টোবর ২০২২ , ৪:৪২:৪২ প্রিন্ট সংস্করণ

    আজিজ উদ্দিন।।

    করোনা মহামারীর সময় সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কন্টাক ট্রেসিং টিমের সদস্যদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন জেলা প্রশাসক।

    সোমবার (১০অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষ, জেলা প্রশাসক কার্যালয়ে, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে কন্টাক ট্রেসিং টিমের সদস্যদের সার্টিফিকেট বিতরণ করা হয়।

    মামুনুর রশীদ বলেন, কন্টাক ট্রেসিংয়ে যারা কাজ করেছেন মহামারী কোভিড ১৯ করোনাতে, তারা সকলে করোনাযুদ্ধা। আপনারা কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উজ্জল করের কর্মী নয় শুধু, আপনারা বাংলাদেশের নিজ গুণে দায়িত্ব নেওয়া কর্মী। আপনাদের আজীবন মনে রাখবে জাতি। যুদ্ধে যারা গিয়েছিলো, তাদের আমরা মুক্তিযোদ্ধা বলি। আজকে আপনাদেরকে করোনাযুদ্ধা বলতেছি। কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে, পরিবারের কোন সদস্য মৃত ব্যক্তিকে ধরে দেখেনি। কিন্তু আপনারা তাদের মত সকল করোনা আক্রান্ত রোগীদের সেবা প্রদান করেছেন।

    তিনি আরো বলেন, আপনাদের প্রধান সমন্বয়ক মোঃ নজিবুল ইসলাম কক্সবাজারবাসীর জন্য নিজের জীবন বাজি রেখে করোনার সময় কাজ করে গেছেন আপনাদের সাথে নিয়ে। নজিবুল ইসলামের ঋণ শোধ করার মত না, সাথে আপনাদের কাছেও ঋণী।
    আপনাদের আজকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেরকম সার্টিফিকেট শুধু আপনারাই পেয়েছেন। সারা বাংলাদেশে আর কেউ পায়নি। কারণ আপনারায় নজীরবিহীন কাজ করতে সক্ষম হয়েছেন।

    কক্সবাজার করোনা কন্টাক ট্রেসিংয়ের প্রধান সমন্বয়ক মোঃ নজিবুল ইসলামের শুভেচ্ছা বক্তব্য ও সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার মেডিকেল কলেজের বিদায়ী অধ্যক্ষ প্রফেসর ড. অনুপম বড়ুয়া, কক্সবাজার সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান, এডিসি রাজস্ব আল আমিন পারভেজ, এডিসি সার্বিক মোঃ জাহিদ ইকবাল, কক্সবাজার সিভিল সার্জনের সহকারি সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন খাঁন আলমগীর, কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ শাহজান নাজির, ডাঃ আরিফুল ইসলাম, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কন্টাক ট্রেসিংয়ের সমন্বয়ক উজ্জল কর প্রমুখ।

    সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের উর্দ্ধোতন কর্মকর্তা, মেডিকেল কলেজের ডাক্তারগণ, রাজনৈতিকবৃন্দ, কক্সবাজার পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, কক্সবাজার পৌর আওয়ামী লীগের ১২টি ওয়ার্ডের কন্টাক ট্রেসিংয়ের সমন্বয়ক, দল প্রধান ও সেচ্ছাসেবকবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ