• অন্যান্য

    কালীগঞ্জে চিকিৎসা সহায়তায় সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ

      প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৩ , ১২:০২:১৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহনেওয়াজ।কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

    গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে ক্যান্সার আক্রান্ত ১৩জন, কিডনী রোগে আক্রান্ত ২জন, লিভার সিরোসিস, ষ্ট্রোক প্যারালাইজড আক্রান্ত ১০ জন, জন্মগত হৃদরোগে আক্রান্ত ৪ জন, থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩জন ও রোগে আক্রান্ত হয়ে মৃত ৩জন ব্যক্তির নমিনীসহ মোট ৩৫ জন রোগীর মাঝে প্রতিজনকে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা বাবদ মোট ১৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

    সোমবার সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান।

    এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের পরিবারের সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ