প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:২১:৫৩ প্রিন্ট সংস্করণ
মোঃ শাহনেওয়াজ।কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দশের কথা জানাতে ও জানতে এই শ্লোগানকে সামনে রেখে আজ থেকে তিন বছর পূর্বে আত্মপ্রকাশ করে দৈনিক নাগরিক ভাবনা, আজ তৃতীয় বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে ও মিষ্টি আপ্যয়নের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ উৎসব পালন করা হয়।
শনিবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ইং সকাল ১১ ঘটিকায় গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার কালীগঞ্জ রিপোটার্স ইউনিটি কার্যালয়ে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি প্রফেসর মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে, কালীগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন দেওয়ান আল আবেদী, কালীগঞ্জ রিপোটার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শফিকুল কবীর, দৈনিক নতুন ভোর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পনির, কালীগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাহী সদস্য মোঃ রতন আকন্দ, খবর বাংলাদেশ কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল মতিন, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রায়হান মাহামুদ, কালীগঞ্জ প্রতিনিধি মোঃ শাহনেওয়াজ।
এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ রিপোটার্স ইউনিটির সহ সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসাইন, দৈনিক দেশ সেবা পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি মোঃ মারুফ হাসান, দৈনিক চৌকস পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আলমগীর মোল্লা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন ।