• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

      প্রতিনিধি ১২ মার্চ ২০২৩ , ৩:৩০:১৩ প্রিন্ট সংস্করণ

    মোঃশাহনেওয়াজ।গাজীপুর প্রতিনিধিঃ

    পূর্ব শত্রুতার জেরে গাজীপুরের কালীগঞ্জে রিয়াজ উদ্দিন শুক্কুর (৪১) নামে এক শ্রমিককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা, তিনি উপজেলার তুমুলিয়া ইউনিয়ন বোয়ালি গ্রামের মৃত রকমত আলি শেখের ছেলে। শনিবার (১১ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে এই ঘটনায় আহত রিয়াজ উদ্দিন শুক্কুরের স্ত্রী নার্গিস বেগম (৩৫) বাদি হয়ে মাসুদ শেখ (৪৫), পিতাঃ ফালাইনা ও আনিছ (২৫), পিতাঃ নাছির উদ্দিন ২ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।

    অভিযোগ ও আহত পরিবারের সূত্রে জানা যায় শনিবার বিকেল ৪.৩০ ঘটিকায় আহত রিয়াজ উদ্দিন শুক্কুর বাজারে যাওয়ার সময় অভিযুক্ত মাসুদ শেখ এর বাড়ীর নিকট পৌছালে পূর্ব হতে উৎপেতে থাকা অভিযুক্ত তালের রোয়া ও ধারালো ছেনা নিয়ে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

    এসময় রিয়াজ উদ্দিন শুক্কুর আসামিদের গালিগালাজ করতে নিষেধ করলে অপর আসামি আনিছ উত্তেজিত হয়ে রিয়াজ উদ্দিন শুক্কুরকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে তার হাতে থাকা ধারালো ছেন দিয়ে মাথার মাঝখানে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে।

    রিয়াজ উদ্দিন শুক্কুর রক্তাক্ত অবস্থায়
    মাটিতে পড়ে গেলে মাসুদ শেখ তার হাতে থাকা তালের রোয়া দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী পিটিয়ে কাঁটা, নীলাফোলা ও রক্তাক্ত জখম করে।

    এসময় রিয়াজ উদ্দিন শুক্কুর আসামিদের হাত থেকে প্রাণে বাঁচতে আর্তচিৎকার করলে রিয়াজ উদ্দিন শুক্কুরের মা হোসনেয়ারা বেগম দৌড়ে গিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করিলে মাসুদ শেখ তার হাতে থাকা তালের রোয়া দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করলে আঘাতটি বাম হাতে লেগে নীলাফোলা জখমপ্রাপ্ত হয়।

    পরে রিয়াজ উদ্দিন শুক্কুরের ছোট ভাই ইমন শেখ (২৬) ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাঁটা, ছেড়া ও নীলা ফোলা জখম প্রাপ্ত এবং মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে রিয়াজ উদ্দিন শুক্কুর মূমূর্ষ অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ নাম্বার ব্রেডে ভর্তি ও চিকিৎসাধীন আছে এবং রিয়াজ উদ্দিন শুক্কুরের মাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

    এই বিষয়ে কালীগঞ্জ থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ