প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:১৫:২০ প্রিন্ট সংস্করণ
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় বিদেশী সংস্থা ব্যতীত সকল প্রতিষ্ঠানের সাইনবোর্ড, নামফলক বা ব্যানারে বাধ্যতামূলক ভাবে বাংলা ভাষায় লেখার আহ্বান জানিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন।
৭ দিনের মধ্যে নির্দেশনা না মানা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সিটি কর্তৃপক্ষ । সিটি মেয়র আরফানুল হক রিফাতের নির্দেশনায় নগরজুড়ে মাইকিং করা হয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলাম বলেন, মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী এই মাইকিং করা হয়েছে। আদেশ অনুযায়ী সকল প্রতিষ্ঠানের (বিদেশী সংস্থা ব্যতীত) নাম ফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক।
কিন্তু লক্ষ করা যাচ্ছে কোন কোন প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যনার ইত্যাদি ইংরেজিতে ও অন্য বিদেশি ভাষায় লেখা হয়েছে।
উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লায় প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
ভাষা শহিদদের প্রতি সম্মান জানাতে যথাযোগ্য মর্যাদায় স্কুল কলেজ মাদ্রাসাসহ সকল প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। দিবসটি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় জেলা প্রশাসক আহ্বান জানিয়ে বলেন, শ্রদ্ধা জানিয়ে ২১শে ফেব্রুয়ারিতে সবাইকে সঠিক নিয়মে পতাকা অর্ধনমিত রাখতে হবে।