• স্কাউট

    কুমিল্লায় ২ দিনব্যাপী প্রেসিডেন্ট স্কাউটস মূল্যায়ন ক্যাম্প অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৫ জুলাই ২০২৩ , ৩:৩৩:২২ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক,

    বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলার আয়োজনে কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ এ ২দিনব্যাপী প্রেসিডেন্ট স্কাউটস (পিএস)প্রস্তুতিমূলক মূল্যায়ন ক্যাম্প ২০২৩ অনুষ্ঠিত হয়।

    গতকাল শনিবার কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা জেলা স্কাউটস এর সহ-সভাপতি
    এম নার্গিস আক্তার (উডব্যাজার), কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন (সিএএলটি সম্পূর্ণ), কোর্স লিডার ও বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেইনার মোসাম্মৎ রহিমা আক্তার।

    ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন -জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমনিভাবে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলার,সোনার মানুষ গড়ে তোলার,স্কাউটিং তেমনিভাবে সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।

    ২০৪১ রুপকল্প বাস্তবায়নে স্কাউটিং অনন্য ভুমিকা পালন করছে। কুমিল্লা জেলায় প্রেসিডেন্ট স্কাউট তৈরিতে এই মূলায়ন ক্যাম্প ভুমিকা রাখবে।

    পিএস প্রস্তুতিমূলক মূল্যায়ন ক্যাম্প আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে কুমিল্লা জেলা স্কাউটসের সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতি কুমিল্লা জেলা কমিটি সভাপতি অধ্যক্ষ জহিরুল আলম জানান মহামান্য রাষ্ট্রপতি কতৃক প্রেসিডেন্ট এওয়ার্ড অর্জনের পাশাপাশি স্কাউটরা যেন স্মার্ট বাংলাদেশ গঠনে ভুমিকা রাখতে পারে ও নিজেদেরকে দেশ প্রেমিক যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে পারে সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

    পিএস মূল্যায়ন ক্যাম্পে প্রশিক্ষক ছিলেন কুমিল্লা জেলা স্কাউট লিডার মো. আসলাম মিয়া এএলটি, আবু নোমান সাইফুল ইসলাম এএলটি, মোহাম্মদ ইব্রাহিম এএলটি, মনিরুজ্জামান সরকার (সিএএলটি সম্পূর্ণ), জিএম ফারুক সিএএলটি সম্পূর্ণ, এবিএম ওবায়দুল ইসলাম মিয়া এএলটি।

    অতিথি প্রশিক্ষক ছিলেন কুমিল্লা জেলা স্কাউটসের কমিশনার গাজীউল হক চৌধুরী, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন পাঠান এলটি। পিএস মূল্যায়ন ক্যাম্পে কুমিল্লা জেলার বিভিন্ন হাই স্কুল থেকে শতাধিক স্কাউট ও গার্লস ইন স্কাউট সদস্য অংশেগ্রহন করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ