• সারাদেশ

    কুমিল্লার দেবিদ্বারে ভন্ড পীরের হাতে ৭ বছরের শিশু ধর্ষণ – ৮ দিনেও গ্রেফতার হয়নি ধর্ষক

      প্রতিনিধি ১০ জুন ২০২৩ , ২:৪৪:২০ প্রিন্ট সংস্করণ

    কুমিল্লা জেলা প্রতিনিধি। 

    কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন এর সাইচাপাড়া গ্রামে ভন্ড পীরের হাতে ধর্ষণের শিকার হন ২য় শ্রেণির এক শিক্ষার্থী।

    গত (২ই) জুন দুপুরে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটির দাদা ভন্ডপীর ইকবাল হোসেন (৪৫) জোর পূরক ধর্ষণ করে। এ ঘটনার পর ৬ই জুন শিশুটির মা বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন, ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও ধর্ষককে গ্রেফতার করতে পারেননি পুলিশ।

    অভিযুক্ত ইকবাল মৃত শরাফত আলী মাস্টারের ছেলে,এছাড়াও ইকবাল নিজেকে পীর দাবী করে এলাকায় কবিরাজী করে আসছেন।

    মামলার বিবরণে জানা যায়- দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মনিরুল ইসলাম এর ৭ বছর বয়সি মেয়ে পাশ্ববর্তী ভন্ডপীর ইকবাল হোসেন এর ঘরে খেলতে যায়, এ সময় ঘরে অন্য কেউ না থাকায় শিশুটিকে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে রুমের ভিতর নিয়ে ধর্ষণ করে।

    এসময় শিশুটি ব্যথায় দৌড়ে ঘরে এসে মায়ের কাছে ধর্ষনের বিষয়টি জানান। শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের সদস্যরা চিকিৎসকের কাছে নিয়ে যায়।

    ঘটনার পর বাড়ীর লোকজন মামলা করতে না দিয়ে বিষয়টি মিমাংসা করে দেওয়ার আস্বাস দিলেও কোন সুরহা না হওয়ায় (৬ই)জুন শিশুটির মা বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন।

    এদিকে মামলা দায়েরের ৮ দিন পেরিয়ে গেলেও ধর্ষক ইকবালকে গ্রেফতার করতে পারেননি পুলিশ। ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে শিশুটির পরিবার।

    এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা দেবিদ্বার থানার উপ-পরিচালক (এস আই) মোঃ রেজওয়ানুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই ধর্ষক ইকবাল পলাতক রয়েছেে। তাকে গ্রেফতার করতে একাধিক স্থানে অভিযান চালানো হয়েছে,দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ