• আলোকিত মূখ

    কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউটের শীতবস্ত্র বিতরণ | বাংলাদেশের বার্তা 

      প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৩ , ১:৩৫:৫৩ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউটের আয়োজনে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চম্পকনগরের হাসান হোসাইন (রা.) এতিমখানা ও মাদ্রাসায় শীতবস্ত্র, খাদ্য সামগ্রী বিতরণ ও আলোচনা সভা কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    এতে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক রোভার স্কাউট লিডার ও ফিন্যান্স বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মো. কাজী মজিবুর রহমান, কুমিল্লা আইডিয়াল কলেজের সভাপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব শাহ্ মো. আলমগীর খান, ইর্স্টান দোকান মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরে আলম ভূইয়া, হাসান হোসাইন (রা.) এতিমখানা ও মাদ্রাসার সভাপতি আলহাজ¦ ফরহাদ হোসেন ভূইয়া।দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতাম্মি মাওলানা হাফেজ মোস্তাফিজুর রহমান।

    কুমিল্লা আইডিয়াল কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক ও অনুষ্ঠানের আহবায়ক মোহাম্মদ ইমরান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা আইডিয়াল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও রোভার স্কাউট লিডার গোলাম মোস্তফা।

    এতে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মো. আল আমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার। কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রæপের সিনিয়র রোভার মেট রোভার সামির আহম্মেদ বিশাল, রোভার মেট রোভার সোলায়মান খন্দকার।

    কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউটের আয়োজনে হাসান হোসাইন (রা.) এতিমখানা ও মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করেন প্রফেসর কাজী মজিবুর রহমান, কলেজ সভাপতি আলহাজ্ব শাহ্ মো. আলমগীর খান, আলহাজ্ব নুরে আলম ভূইয়া, কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ফরহাদ হোসেন ভূইয়া, আরএসএল গোলাম মোস্তফা।

    http://এইচ/কে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ