প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২২ , ৫:২৫:৪৩ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার॥
কুড়িগ্রামের চিলমারীতে বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ ২০২৩ সালের উত্তর বঙ্গের একক খেদমত নজরানা বাঁশের ভূর বিদায় মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার জাকের পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে চিলমারী জোড়গাছ বন্দর এলাকায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত বুধবার আসর থেকে ফরজ, নফল ইবাদত-বন্দেগি, বিভিন্ন ওজিফা কালাম ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে গত বৃহস্পতিবার ঊষা লগ্নে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর নিদেশক্রমে চিলমারীর জোড়গাছ বন্দর থেকে ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফে ২৫টি বাঁশের ভূর ও বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী’র আবির্ভাব মঞ্জিল শেরপুর পাকুরিয়া দরবার শরীফে উদ্দেশ্যে ১৫টি বাঁশের ভূর রওনা করেন।
ফরিদপুর রুটে ভূরের মহাপরিচালক জাকের পার্টি যুবওলামা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মাও. মো. রজব আলী মাসুম ও সহকারী পরিচালক আইয়ুব আলী পাগলা। শেরপুর পাকুরিয়া রুটে ভূরের পরিচালক জাকের পার্টি উলিপুর উপজেলার সভাপতি আনোয়ার হোসেন’র নেতৃত্বে যাত্রা শুরু করেন।
এ সময় জেলা জাকের পার্টির সভাপতি সাহেব মিয়া ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী, জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) বাবুল চৌধুরি, কুড়িগ্রাম জেলা জাকের পার্টি যুবফ্রন্টের সভাপতি মশিউর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শান্তসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা জাকের পার্টি, যুবফ্রন্ট, ছাত্রফ্রন্ট, ভক্তফ্রন্টসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।