• আলোকিত মূখ

    কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ সমাজকর্মী হলেন /আবু সাঈদ সরকার 

      প্রতিনিধি ২ অক্টোবর ২০২২ , ২:৪৯:৪৮ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার:

    প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হলেন উলিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।

    তিনি উলিপুর উপজেলা ছাত্রলীগের দুই বাবের সাবেক সভাপতি ও উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক,উলিপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও প্যানেল চেয়ারম্যান,মসজিদ মাদরাসার ব্যবস্থাপনা ও পরিচালনা পরিষদ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

    শিক্ষানুরাগী ও ধর্মপ্রাণ মানুষ হওয়ায় স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানগণ ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ তাকে গুরুত্বপূর্ণ পদে আসীন করছেন।

    জানা গেছে,নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়,নাগড়াকুড়া দারুল-উলুম দাখিল মাদরাসা, নারিকেল বাড়ী পূর্বছড়ার পাড় জামে মসজিদ ও নূরাণী মাদরাসার সভাপতি, উলিপুর কেন্দ্রীয় মসজিদ “মসজিদুল হুদা”এর পরিচালনা পরিষদের সদস্য,তিস্তা নদী রক্ষা কমিটি জেলা শাখার প্রধান উপদেষ্টা, মানবতার ঘর ও পাঠাগারের উপদেষ্টা এবং একটানা ২৩ বছর থেকে উলিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    সৎ, নিষ্ঠাবান ও স্বজন ব্যক্তি হিসেবে পরিচিত থাকায় উপজেলা জুড়ে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। ২০১৯ সালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

    আবু সাঈদ সরকারের বাড়ী উলিপুর পৌর সভার নারিকেল বাড়ী পূর্বছড়ার পাড় গ্রামে। তিনি ওই গ্রামের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মৃত ময়েন উদ্দিন ব্যাপারীর ছোট ছেলে।

    জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় হতে প্রকাশিত তালিকায় আবু সাঈদ সরকারকে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী হিসেবে নির্বাচিত করা হয়েছে। সম্প্রতি জেলায় শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির মাধ্যমে এই ঘোষণা প্রদান করা হয়েছে।

    গত ২৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে উক্ত কমিটি মাধ্যমে এ সংক্রান্ত একটি মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষে উপজেলা পর্যায়ে চূড়ান্ত প্রার্থীর তালিকা জেলায় পাঠানো হয়।

    সেই তালিকা হতে জেলার প্রতিটি উপজেলা থেকে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরে সেখানে যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানাগেছে।

    এ বিষয়ে জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার বলেন, আমাকে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি জেলা বাছাই কমিটিকে।

    সেই সাথে জেলা বাসীকেও শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই দোয়া করবেন প্রথমিক শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আরও ব্যাপক ভূমিকা রেখে ভবিষ্যতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হতে পরি।

    এইচ/কে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ