প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৩ , ৩:৫১:০৮ প্রিন্ট সংস্করণ
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
“ভ্রাতৃত্বের মেলবন্ধন ” এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে ৩দিন ব্যাপী অনুষ্ঠিত (কে.পি.পি.এল) ক্ষেতলাল পাইলট প্রিমিয়ার লীগ সিজন-৫ এর ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
২৫ (এপ্রিল) বুধবার বিকেল ৩ টায় ক্ষেতলাল মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত( কে.পি.পি.এল সিজন-৫) এর ফাইনাল খেলায় SHADO-13 বনাম WISDOM-14 এ দুটি দল অংশ গ্রহন করেন। খেলায় প্রথমেই ব্যাট করেন SHADO-13 তাঁরা নির্ধারিত ১০ ওভারের খেলায় ৭২ রান নিয়ে মাঠ ছাড়ে। পরে ৭৩ রানের টার্গেট নিয়ে মাঠে নামে WISDOM-14 তাঁরা নির্ধারিত ওভারের ৯ বল বাঁকি থাকতেই জয় লাভ করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম। এ খেলায় বিজয়ী দলকে ১২ হাজার টাকা ও রানার্সআপদের ৮ হাজার টাকার প্রাইজমানি উপহার দেওয়া হয়।
এর পূর্বে (কে.পি.পি.এল) এর প্রথম সিজনেও প্রথম বিজয়ী হয়েছিলো এ দলটি। এটি WISDOM-14 দলের দ্বিতীয় বারের মতো জয়।
এসময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মিঠু, ক্ষেতলাল মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ এমেলি আক্তার বানু, উপজেলা যুবলীগের সহ সভাপতি আবু মূছা আশারী কিং, প্রভাষক আব্দুল আলিম, কে.পি.পি.এল এর উপদেষ্টা আশরাফুল ইসলাম হান্নান, চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ, ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ তালুকদার ফিফাসহ আরো অনেকেই। খেলার ধারাভাষ্যকারে ছিলেন, উপজেলা পরিষদের সিএ এস.এম.শওকত, বোরহানুল আরেফিন বাঁধন।
ঈদ পরবর্তী আনন্দ ধরে রাখতে হত ৪ বছর ধরে ঈদের পরদিন হতে ৩ দিন ব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করে আসছে কমিটিটি। ক্ষেতলাল মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ হতে পাশ করা প্রতিটি এসএসসি ব্যাচ এই খেলায় এক একটি টিম। এ বছর ৫ম বছরের খেলা ঈদের পরদিন গত রবিবারে এ খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা। খেলায় ১৯৯০-২০২৩ সাল এর মধ্যে এসএসসি পাশ করা মোট ১৬টি টিম অংশ গ্রহন করেন।