প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৩ , ১:১১:১২ প্রিন্ট সংস্করণ
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
এলাকার উন্নয়ন এগিয়ে নিতে জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর তিন উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মাসিক উন্নয়ন সমন্বয় সভা করেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
বুধবার (১২ এপ্রিল)বিকাল ৩ টায় ক্ষেতলাল উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে এ সমন্বয় সভায় ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, পৌর মেয়র সিরাজুুল ইসলাম সরদারসহ তিন উপজেলার প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এর আগে হুইপ স্বপন ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের মাটিরঘর-হোপহাট এবং তুলসীগঙ্গা ইউনিয়নের তালশন চারমাথা-পুটিমারী রাস্তাসহ দু’টি রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলাউদ্দীন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সহ-সভাপতি মোফাজ্জল হোসেনসহ, জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।