প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২২ , ১:৪৮:২৪ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আগামী ৪ ডিসেম্বর জনসভা করবে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। এই জনসভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার (২৮ অক্টোবর) দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের ব্রিফিং কালে এ তথ্য জানান।
এর আগে বিকেল ৪টায় দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে একগুচ্ছ ইস্যু নিয়ে কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকে বিরতির সময় সাংবাদিকদের ব্রিফিং করেন ওবায়দুল কাদের।