প্রতিনিধি ১৭ জুন ২০২৩ , ১:০৪:১৬ প্রিন্ট সংস্করণ
জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি :
‘যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা’- এ স্লোগানকে ধারন করে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও চাঁদপুরের স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের ৩য় বর্ষপূর্তি ও চতুর্থ বর্ষে পদার্পন উপলক্ষে এ মিলনমেলায় সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়ায় ভিটা ওয়ার্ল্ড হোটেল মিলনায়তনে অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ ইসহাক খাঁন। চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের উপদেষ্টা রাসেল হায়দার, আয়কর আইনজীবি ইকবাল হোসেন জনি, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ জাবেদ হোসেন তাজবী, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের উপদেষ্টা আবুল হাশেম, মাওলানা আবদুর রশিদ সমাজকল্যাণ সংস্থার পরিচালক এনায়েত উল্লাহ মাছুম, ছাত্রনেতা আবদুল কাদের শরীফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও চাঁদপুরের বিভিন্ন ব্লাড ডোনেশন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালকবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের পরিচালক আকার্শ কর্মকার, হৃদয় ও রনি মজুমদার।
অনুষ্ঠানে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন বলেন, ২০২০ সাল থেকে ২০২৩ সালে বিভিন্ন মাদরাসায় এতিম ছাত্রদের নিয়ে ইফতার, জাতীয় দিবসে রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপন কর্মসূচি, বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস নির্ণয়সহ বিভিন্ন ধরনের মানবিক কাজ অব্যাহত রেখেছে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন।
তিন বছরে ১৭২০ ব্যাগ ব্লাড প্রদান করা হয়েছে। ইতোমধ্যে দেশ ও বিদেশে সংগঠনটি ব্যাপক সুনাম অর্জন করেছে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম চলমান থাকবে, ইনশাআল্লাহ। এজন্য সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।