• দূর্ঘটনা

    চিরিরবন্দরে মর্মান্তিক অগ্নিকান্ডে অর্থ সহ সর্বস্ব পুড়ে ছাই | বাংলাদেশের বার্তা 

      প্রতিনিধি ১ মার্চ ২০২৩ , ২:৪১:৪৬ প্রিন্ট সংস্করণ

    নিরানন্দ রায়, দিনাজপুর প্রতিনিধিঃ

    দিনাজপুর চিরিরবন্দরে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১লা মার্চ ) দিবাগত রাতে ভ্যান চালক আব্দুল লতিফ ও তার ছেলে জাহাঙ্গীর আলম ও ভাতিজা শাহ আলম এর বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক গন জানান আগুন কি ভাবে লাগে আমরা জানিনা। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের গরু, ছাগল, ধান, চাল, দলিল পত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিস, ফার্নিচারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। এদিকে আগুন লাগার খবর পেয়ে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার ভূমি রুনাল্ট চাকমা, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি বজলুর রশিদ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনা স্থল পরিদর্শন করেন।

    পরে উপজেলা প্রশাসনের পক্ষ হইতে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের প্রত্যেককে দুই বান্ড করে টিন, ৫ টি করে কম্বল ও ৬ হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়। ৫নং আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দীন শাহ ১০টি কম্বল, শাড়ী ও লুঙ্গী প্রদান করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ