কুমিল্লা
চৌদ্দগ্রামের সময়ের উদ্যোগে আযান ও কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৫৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ৯৮৪০ বার পড়া হয়েছে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চৌদ্দগ্রামের সময়ের উদ্যোগে আজান ও কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার চৌদ্দগ্রাম বাজারস্থ কাচ্চি প্যালেসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চৌদ্দগ্রামের সময় এর সম্পাদক আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোমেনা কালা মিয়া স্মৃতি ফাউন্ডেশনেরপ্রতিষ্ঠাতা সভাপতি ও পায়ের খোলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার আবুল কালাম আজাদ। আয়োজক কমিটির সদস্য সচিব মু.আহসান উল্যার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এমওডিসি ডা: আল রায়হান পাটোয়ারী।
মাওলানা শামসুদ্দিন, চৌদ্দগ্রাম মডেল কলেজের শিক্ষক সোহরাব হোসেন মোল্লা, দৈনিক যুগান্তরের সিনিয়র নির্বাহী কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া, মাওলানা আবু তাহের, বসন্তপুর ইসলামিয়া সিনিয়ার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা এ কে এম শামসুদ্দিন,বাংলাদেশ ভুঁইয়া সোসাইটি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, সাপ্তাহিক চৌদ্দগ্রামের স্টাফ রিপোর্টার মোঃ শাহীন আলম,বাংলাদেশ ভুঁইয়া সোসাইটি,চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, হোসাইন মোহাম্মদ মামুন, সাপ্তাহিক চৌদ্দগ্রামের আলো এর নির্বাহী সম্পাদক ফখরুদ্দিন ইমন।
সাংবাদিক জহিরুল ইসলাম সুমন, মাইনুদ্দিন মাসুদ, পরে কোরান আন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতা প্রথম নগদ অর্থ ও মো: হাসান, ২য় প্রতিযোগি জোনায়েদ ৩য় প্রতিযোগি আব্দর রহমান, আজান প্রতিযোগি প্রথম জোনায়েদ ইসলাম আবিরকে সহ নগদ অর্থ ও প্রতিযোগিতায় অংশ গ্রহন কারী সবাইর মাঝে সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়েছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের জনতা ।