• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    চৌদ্দগ্রামে শাহ ফখর উদ্দিন সড়কের বেহাল দশা – দেখার যেন কেউ নেই 

      প্রতিনিধি ১ জুলাই ২০২৩ , ৪:৫২:৩৭ প্রিন্ট সংস্করণ

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :

    শাহ ফখর উদ্দিন সড়কটি কুমিল্লা জেলার একটি বৃহত্তম সড়ক। কুমিল্লা থেকে ফেনী জয়লস্করা বিডি আর ক্যাম্প প্রযন্ত এ সড়কটি। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা ৩২ কি : মি: সড়কটির অবস্থা অত্যান্ত বেহাল দশা ।দীর্ঘ দিন সংস্কার না করায় সড়কটি দিয়ে চলাচল করা অনুপযুক্ত হয়ে পডছে। দেখে মনে হয় দেখার কেউ নাই ।

    এই সড়কটি অত্যান্ত একটি গুরুত্বপূর্ণ সড়ক । সড়কটি দিয়ে প্রতিদিন শতশত গাড়ী দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করে । সড়কটি ছোট বড অসংখ্য গর্ত । সড়কটি এমন অবস্হায় চলাচল কারী যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে ।

    প্রতিদিন ঘটছে ছোট বড দূর্ঘটনা । সড়কটি দিয়ে চলাচলকরা সিএন কি ড্রাইভার জসিম , মিলন, ফরহাদ বলেন সড়কের করনে কয়েক দিন পরপর গাড়ী গুলোকে গ্যারেজে নিতে হয়। চৌদ্দগ্রামে কাশিনগর থেকে আলকরা প্রযন্ত এ ৩২ কি : মি : সড়কের অবস্হা অত্যান্ত বেহালদশায় পরিনত হয়েছে ।

    যার কারনে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী সাধারণকে । এলাকাবাসী ও যাত্রী সাধারণের দাবী অতিদ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযুক্ত করে দেয়া হোক।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ