প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৩ , ১১:৫৫:৪১ প্রিন্ট সংস্করণ
জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লা চৌদ্দগ্রাম পুলিশ নিয়মিত অভিযান পরিচালোনার সময় গত কাল রাত ১০ টা .৫০ মিনিটের সময় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/লিটন চাকমার নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার আলকরা ইউপির ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের দত্তসার পাকা রাস্তার মাথায় এবাদুল হক সোহাগ প্রঃ একরামুল হক সোহাগ প্রঃ আব্দুল হক সোহাগ(৩১), কে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
সোহাগ ফেনী জেলার ধর্মপুর ইউনিয়নের মধ্যম কাছাড পাটোয়ারী বাড়ীর মৃত জাফর আহাম্মদ এর ছেলে বলে জানা যায়। এই সংক্রান্তে এসআই লিটন চাকমা চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করেন। চৌদ্দগ্রাম থানার মামলা নং-২৮, তারিখ-২০/১১/২০২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক)। রুজু করা হয়।
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে পূর্বের ০২ টি মাদক মামলা ও ০২ টি চুরি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত অসি ত্রিনাথ সাহ।