• সারাদেশ

    ছুটি শেষে ক্যাম্পাসে ফেরা হলো না রাবি শিক্ষার্থী শিহাবের | ক্যাম্পাস

      প্রতিনিধি ৮ অক্টোবর ২০২২ , ১১:৩৪:৩৭ প্রিন্ট সংস্করণ

    মনির হোসেন মাহিন:

    পুজার ছুটিতে বাড়িতে গিয়ে নিজ বাসায় ঘুমের মধ্যেই মারা গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী শিহাব (২১)।

    শনিবার (০৮ অক্টোবর) নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় তাকে মৃত পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শিহাবের বড় ভাই মামুন।

    আসাদুজ্জামান নূর শিহাব বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাসা কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকায়।

    শিহাবের বড় ভাই মামুনের সূত্রে জানা গেছে, শিহাব প্রতিদিনের মতো একা ঘুমাতে যান রুমে। প্রতিদিন সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেন। কিন্তু আজ নিদিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরও ঘুম থেকে উঠছিলো না সে। এদিকে ঘুম থেকে উঠতে দেরি করায় শিহাবের মা তাকে ডাকাডাকি করলেও সে ঘুম থেকে উঠছিলো না। একপর্যায়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখেন শিহাব আর নেই। ঘুমের মধ্যেই মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ মেধাবী শিক্ষার্থী।

    তার সহপাঠী শাখাওয়াত মিরাজ বলেন, এমন একটা সংবাদ আমাকে শুনতে হবে ভাবিনি। নিজেকে কোনভাবেই বিশ্বাস করাতে পারছু না। এ সংবাদ শোনার পর কিছুক্ষণের জন্য হৃৎস্পন্দন বন্ধ ছিলো।
    শিহাব বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা বন্ধু ছিলো। গ্যালারিতে শত শত পিক জমে গেছে তার সাথে কিভাবে শিহাবকে ভুলব আমরা। গত রাতেও ওর সাথে তোলা একটা পিক স্টোরি দিয়েছিলাম সে তাতে রিয়েক্ট করেছিলো।

    উল্লেখ্য, রোববার সকাল ৯ ঘটিকায় এলাকার মসজিদে শিহাবের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ