• সারাদেশ

    ছোট্ট শিশু মারিয়া’র জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন 

      প্রতিনিধি ৯ মার্চ ২০২৩ , ৯:৩৯:১২ প্রিন্ট সংস্করণ

    সাজাদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

    হার্টের এক বড় সমস্যা নিয়ে জন্ম নেয় শিশু মারিয়া জাহান রুকু। দেড় বছরের ফুটফুটে একটি শিশু। জীবন কি এখনো বুঝে ওঠার সময় হয়নি তার। প্রতিমুহূর্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে ছোট্ট শিশু মারিয়ার জীবন।
    কুড়িগ্রামের উলিপুরের ধামশ্রেনী ইউনিয়নের পশ্চিম দড়িচর পাচপাড়া গ্রামের মোশাররফ হোসেন মিন্টু’র একমাত্র সন্তান মারিয়া জাহান রুকু।

    তার জন্মের ১মাস পর বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে জানতে পারে তার হার্টে ছিদ্র রয়েছে। শ্বাসকষ্ট ও অন্যান্য আরও কিছু জটিলতা নিয়ে সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেনের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
    পরীক্ষা-নিরীক্ষার চিকিৎসক জানিয়েছেন, শিশুটির হার্টের ছিদ্র বৃদ্ধি পেয়েছে। তাই যত দ্রুত সম্ভব সার্জারি করলে শিশুটির জীবন রক্ষা করা সম্ভব।
    ঢাকায় সামান্য বেতনে চাকরিজীবী পিতার পক্ষে সন্তানের এতবড় অসুখের চিকিৎসার ব্যয়ভার বহন করা দুসাধ্য।

    মারিয়ার বাবা মোশাররফ হোসেন জানিয়েছেন, আমার জমানো সঞ্চয় এবং এক টুকরো জমি ছিলো তা বিক্রয় করে ডাক্তারের পরামর্শে মেয়ের প্রাথমিক চিকিৎসা করাই। পরবর্তীতে ডাক্তার বলেছেন, যত দ্রুত সম্ভব সার্জারি করতে হবে। এতে প্রায় খরচ লাগবে আড়াই থেকে ৩ লক্ষ টাকা। এত টাকা আমি কিভাবে জোগাড় করবো জানি না।

    তিনি অশ্রুসিক্ত নয়নে আরও বলেন, আমি আমার মেয়েকে বাঁচাতে চাই। দেশবাসীর কাছে আমার আকুল আবেদন আপনারা আমার মেয়েকে বাঁচান।
    মারিয়াকে সাহায্য পাঠাতে চাইলে
    ব্যক্তিগত বিকাশ নম্বর:
    http://01891-641864

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ