প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৩৫:২২ প্রিন্ট সংস্করণ
সোবাহান সৈকত সদরপুর, ফরিদপুর,
জনসমুদ্রে পরিনত হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ। ফরিদপুরের আটরশিতে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে গত শনিবার থেকে ৪ দিন ব্যাপী মহাধুমধামের সাথে ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে পবিত্র উরস শরীফ উদযাপিত হচ্ছে।
আগামী ২১ ফেব্রুয়ারী মংগলবার আখেরী মতো মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে উরস শরীফ। জামানার মহা মোজাদ্দেদ বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী( কু: ছে: আ:) এর প্রতিষ্ঠিত বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে উরস শরীফ উপলক্ষে দেশ বিদেশের লক্ষ লক্ষ আশেকান জাকেরান ও ধর্মপ্রান মুমিন মোসলমান সহ অন্যান্য ধর্মালম্বীদের পদচারনায় মুখরিত দরবার শরীফ।
উরস শরীফে আগতদের সার্বিক নিরাপত্তার জন্য,সি,সি,টি,ভি ক্যামেরা স্থাপন, পুলিশ ক্যাম্প স্থাপন, খাবার মাঠ তৈরী পয়নিস্কাশন ব্যাবস্থা সহ সার্বিক ব্যাবস্থা প্রস্রুত করা হয়েছে৷ইবাদতের জন্য বিশাল প্যান্ডেল স্থাপন, অজু খানা তৈরী সহ বিভিন্ন ভবন, মসজিদ গেট আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
জাকেরান আশেকানরা ফরজ, সুন্নত,নফল ইবাদতের পাশাপাশি জিকির আসকারে মত্ত রয়েছেন। আগামী মংগলবার বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্যদিয়ে উরসশরীফ সমাপ্ত হবে৷