প্রতিনিধি ২২ জুলাই ২০২৩ , ৯:৪৮:৫২ প্রিন্ট সংস্করণ
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
পুরান ঢাকার চিত্তরঞ্জন দাস এভিনিউ এলাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আহম্মেদ আমিন সিফাত ও সাধারণ সম্পাদক এ.বি.এম ফাহিম মোরশেদ।
(২১) জুলাই শুক্রবার রাত ১০ টার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদ নামক অফিসিয়াল পেইজে আহম্মেদ আমিন সিফাতকে সভাপতি ও এ.বি.এম ফাহিম মোরশেদকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৫৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
ওই কমিটিতে নির্বাচিত সভাপতি, সিফাত ক্ষেতলাল পৌর মহল্লার ইটাখোলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষক রুহুল আমিন মন্ডল এর ছেলে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট এর ১৩ তম ব্যাচ, মাস্টার্স এর শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জবি ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী। জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটিতে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
অপরদিকে নির্বাচিত সাধারণ সম্পাদক, এ.বি.এম ফাহিম মোরশেদ, জয়পুরহাট সদরের শান্তিনগর এলাকার বাসিন্দা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ এর ১৩ তম ব্যাচ, অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জবি ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী। জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটিতে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এ বিষয়ে সভাপতি সিফাত বলেন, অত্যন্ত দরদ ও ভালোবাসার একটি সংগঠন এটি। অগ্রজ ভাই-বোনদের সহযোগিতায় নতুন কিছু করবার উদ্যোগ নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
এ বিষয়ে সাধারণ সম্পাদক ফাহিম বলেন, আমাদের এ প্রাণের সংগঠনটিকে আরো সুসংগঠিত ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। ব্যক্তিগত ও সংগঠনের জায়গা থেকে জয়পুরহাটের সকল শিক্ষার্থীদের জন্য সেরাটা করার চেষ্টা করতে চাই।
এছাড়াও ওই কমিটিতে বিভিন্ন পদপ্রাপ্ত ও সদস্যবৃন্দদের সকলের বাসা জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলায়।