প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২২ , ১০:২০:০৮ প্রিন্ট সংস্করণ
আজিজ উদ্দিন।।
পণ্যসেবার মান উন্নয়ন ও বজায় রাখার প্রতি কর্তৃপক্ষ, উদ্যোক্তা এবং ভোক্তাদের সচেতন করার লক্ষ্যে পালন করা হয় দিবসটি।
১৯৪৬ সালের ১৪ অক্টোবর লন্ডনে ২৫টি দেশের প্রতিনিধিরা আন্তর্জাতিকভাবে একটি স্বীকৃত মান নির্ধারক সংস্থার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতিবছর ১৪ অক্টোবর ‘বিশ্ব মান দিবস’ হিসেবে পালিত হয়।
‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বির্নিমাণে-মান’ এ প্রতিপাদ্যে বিষয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মান দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)এর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
১৪ অক্টোবর-২০২২ শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহিদ দৌলত পাবলিক হল সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা ।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)এর জেলা উপ পরিচালক (মেট্টোলজি) মো: মাজহারুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রিয়েল ড্রিংকিং ওয়াটারের সত্বাধিকারী আলহাজ্ব জেবর মুল্লুক, কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র পরিচালক আবিদ আহসান সাগর, বিএসটিআই-এর সহকারি পরিচালক শেখ মাসুম বিল্লাহসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, দোকান মালিক সমিতি, লবণ শিল্প সমিতি, হোটলসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।