প্রতিনিধি ৫ মে ২০২৩ , ১০:৪৯:১৬ প্রিন্ট সংস্করণ
ঢাকা প্রতিনিধি.।
শুধু টাকা দিলেই মিলছে নামিদামি বিশ্ববিদ্যালয়ের সনদ, টাকার বিনিময়ে মিলছে নামিদামি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট। চক্রের হোতাদের এ কাজে সহযোগিতা করছে খোদ বিশ্ববিদ্যালয়ের একশ্রেণির অসাধু কর্মকর্তাগণ।
রাজধানী ঢাকার লালবাগে গোয়েন্দাদের অভিযানে ধরা পড়ে চক্রের চার সদস্য। উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল সার্টিফিকেট।
গোয়েন্দারা বলছেন, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার (ডিসি) মো. মশিউর রহমান।
বিশ্ববিদ্যালয়, কলেজ- কোনো প্রতিষ্ঠানের শিক্ষাগত যোগ্যতারই প্রয়োজন নেই। শুধু টাকা হলেই মিলছে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট।
রাজধানী ঢাকার লালবাগে গোয়েন্দাদের অভিযানে ধরা পড়েছে সার্টিফিকেট জাল চক্রের চার সদস্য।নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর জাল সার্টিফিকেট, দেখে মনে হবে একেবারে আসল। কীভাবে তৈরি হচ্ছে এসব? তা অকপটে স্বীকারও করলেন চক্রের সদস্যরা।মশিউর রহমান দাবি করেছেন, জাল সার্টিফিকেট তৈরিতে হাত পাকিয়েছে চক্রের মূল হোতা ইয়াসিন ও জিয়া।
নামকরা বিশ্ববিদ্যালয়ের একটি অসাধু চক্র জাল সার্টিফিকেট তৈরির কাজে জড়িত বলে জানায়
বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকে এ ব্যাপারে সতর্ক হওয়ার তাগিদও দিয়েছেন গোয়েন্দারা।