• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    ঠাকুরগাঁও এ ছেলের হাতে বাবা খুন | বাংলাদেশের বার্তা 

      প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:৫৯:৫৩ প্রিন্ট সংস্করণ

    ঠাকুরগাঁও  প্রতিনিধিঃ

    ঠাকুরগাঁও পৌর শহরের একুশে মোড় শান্তিনগর এলাকায় এক ব্যাংকার ছেলের হাতে তার বাবা খুন হয়েছে।

    রোববার (৫ ফেব্রুয়ারি) রাত ৩টায় নিজবাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় বাবাকে হত্যার পর ছেলে গোলাম আজম নিজেই থানায় যেয়ে আত্মসমর্পণ করেন।

    নিহত ব্যক্তির নাম ফজলে আলম (৫৮)। তিনি জেলার পৌর শহরের একুশে মোড় শান্তিনগর এলাকার বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তি নিহতের ছেলে গোলাম আজম (২৯)।

    পুলিশ জানান, রাত ২টার দিকে থানায় এসে নিজ বাবাকে খুনের বিষয়টি স্বীকার করেন ছেলে গোলাম আজম। পরে তাকে আটক করা হয়। তাৎক্ষণিক তার দেয়া তথ্য মতে বাড়িতে নিয়ে গিয়ে তার বাবা ফজলে হকের মরদেহ উদ্ধার করা হয়।

    ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, রাতে সকলে খাওয়া করে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ২টার দিকে থানায় আসেন নিহত ফজলে হকের ছেলে গোলাম আজম। তিনি নিজেই তার বাবাকে হত্যা করেছেন বিষয়টি স্বীকার করলে আমরা তাকে আটক করি। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে তার বাড়িতে গিয়ে ফজলে হকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ