• তথ্য প্রযোক্তি

    ডোমেইন ফুল কন্ট্রোল প্যানেল কী? | প্রযুক্তি 

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৪৬:৪১ প্রিন্ট সংস্করণ

    অনেকের মধ্যে ভুল ধারণা বিদ্যমান। যেমন অনেকে ভাবেন প্রোভাইডার তার রেজিস্ট্রারের প্যানেল থেকে একাউন্ট একসেস না দিলে ফুল কন্ট্রোল হয় না।

    যখন একজন প্রোভাইডার থেকে ডোমেইন কিনছেন, আপনি প্রোভাইডারের কাস্টমার। রেজিস্ট্রারের কাস্টমার না। তাই প্রোভাইডার উনার সিস্টেম কিভাবে রান করবেন, তা একান্তই প্রোভাইডারের বিষয়।

    দেখার বিষয় হচ্ছে যে প্রোভাইডার উনার প্যানেলে ডোমেইন ম্যানেজ করতে প্রয়োজনীয় সব ফিচার দিচ্ছেন কি না।

    ডোমেইন ম্যানেজ করতে কী কী প্রয়োজন?
    ডোমেইনের তথ্য আপডেটের সুবিধা থাকা
    নেম সার্ভার পরিবর্তনের সুবিধা থাকা
    প্রাইভেট নেম সার্ভার তৈরির সুবিধা থাকা
    লক/আনলক সুবিধা থাকা
    EPP কোড সংগ্রহের সুবিধা থাকা
    এই বিষয়গুলো থাকলে আমরা বলতে পারি ডোমেইনের ফুল কন্ট্রোল রয়েছে। এছাড়াও আরো অনেক অতিরিক্ত সুবিধা বিভিন্ন কোম্পানি দিয়ে থাকে। যেমন – ফ্রি ডিএনএস ম্যানেজমেন্ট, প্রাইভেসি প্রটেকশন ইত্যাদি।

    ডোমেইন কেনার আগে উপরে উল্লেখিত প্রধান সুবিধাগুলো আছে কি না, কেনার আগে নিশ্চিত হয়ে নিতে হবে। অবশ্যই রেপুটেড প্রোভাইডার থেকে এসব সার্ভিস কিনতে হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ